জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুর জেলা শহরে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
৯মার্চ (বৃহস্পতিবার) দুপুরে স্থানীয় এফবি কমিউনিটি সেন্টারে ব্যাংকের উপ শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের উপপরিচালক মো: নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব একেএমএ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের হেড অফ ক্রেডিট আব্দুল মান্নান, জেনারেল সার্ভিস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শফিউল আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও পিরোজপুর উপ-শাখার ব্যবস্থাপক শেখ হাফিজুর রহমানসহ। এছাড়াও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক তানভীর আহমেদ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics