Daily Frontier News
Daily Frontier News

সরাইলে এবি ব্যাংকের (AB Bank) শুভ উদ্বোধন

মোঃ রুবেল মিয়া সরাইল ব্রাহ্মণবাড়িয়া 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফিতা কাটার মধ্য দিয়ে এবি ব্যাংকের ( AB Bank) শুভ উদ্বোধন করা হয়েছে। সরাইল এবি ব্যাংক এর ১৫ তম উপশাখা শুভ উদ্বোধন করেন এবি ব্যাংক লিঃ হেড অব এডমিন মেজর শেখ মো. ইউসুফ রেজা (অব:)।

৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের বিকাল বাজার মুন্সি প্লাজা মার্কেটের ২য় তলায় এই ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।এ উপলক্ষে ব্যাংকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভিপি এন্ড ব্রাঞ্চ ম্যানাজার ব্রাহ্মণবাড়িয়া মো.শাহনুর আলম (শাহিন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এবি ব্যাংক লিঃ হেড অব এডমিন মেজর শেখ মো. ইউসুফ রেজা (অব:)। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, এবি ব্যাংক লিঃ আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাঞ্চের এস.পি.ও নাজমুল হাসান, ফারজানা জাহান, আশুগঞ্জ ব্রাঞ্চের পি.ও সামিনা নবী, এবি ব্যাংক সরাইল উপশাখার অফিসার ইনচার্জ লোকমান আহমেদ, অফিসার সাদ্দাম ভূইয়া, এবি ব্যাংক সরাইল উপশাখার ল্যান্ড ওনার মো. ছামিনুর রহমান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Daily Frontier News