Daily Frontier News
Daily Frontier News

বান্দরবানে অত্যাধুনিক পূরবী বার্মিজ মার্কেটের শুভ উদ্বোধন করেন–পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

 

 

তানজিনা আক্তার উর্মি

 

পর্যটন নগরী বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের নিত্য প্রয়োজনীয় জিনিস সাশ্রয় দামে ক্রয়ের লক্ষে এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে পূরবী বার্মিজ মার্কেটের যাত্রা শুরু হয়েছে।

২৯এপ্রিল শনিবার সন্ধ্যায় বান্দরবানের মধ্যম পাড়া এলাকায় পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উম্মোচন করে পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কেএম তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য ও পূরবী বার্মিজ মার্কেটের স্বত্তাধিকারী কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়ের সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,পূরবী বার্মিজ মার্কেটের স্বত্তাধিকারী কাজল কান্তি দাশ এর ছোট ভাই বিপ্লব কান্তি দাশ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াছির আরাফাত, বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ছৈয়দ আমির হোসেন,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.শহীদুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Daily Frontier News