আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ-
‘আমার টাকা, আমার সেতু’ বাংলাদেশের পদ্মা সেতু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে চুনারুঘাট থানা
পুলিশের আয়োজনে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে চুনারুঘাট থানার অফিসার ইইনচার্জ মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে আনন্দ র্যালীটি থানা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালীতে অন্যানের মধ্যে অংশ গ্রহন করেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা,আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন,গাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবীর,চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার ভুপেন্দ্র বর্মন, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,সাংবাদিক আব্দুল জাহির মিয়া,চুনারুঘাট থানার সকল অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ ও ইউনিয়ন পরিষদের মেম্বারগণ।
র্যালীর পুর্বে প্রজেক্টটরের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্টান উপস্থিত শ্রোতাদের দেখানো হয় এবং উপস্থিত সকলে উদ্বোধনী অনুষ্টানে অনুষ্টিত মোনাজাত শেষে মিষ্টিমুখ করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics