Daily Frontier News
Daily Frontier News

নাঃগঞ্জে কর্মচারী কল্যাণ ট্রাস্ট শপিং কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন কররলেন রেলওয়ে মহাপরিচালক

 

 

 

নারায়ণগঞ্জ ১নং গেইটস্থ রেলস্টেশনে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মামলা নম্বর ৯১৬১/১২ ও ৭৬১৪/১৩ এর রায়ের প্রেক্ষিতে ৪৭২৯০ বর্গফুট ভূমিতে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নারায়ণগঞ্জ রেলওয়ে শপিং কমপ্লেক্স-৩ এর প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে এ প্রকল্প কাজের শুভ উদ্বোধন হয়।

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক বেনু রঞ্জণ সরকার’র সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ডি. এন. মজুমদার।

এসময় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ রেলওয়ে শপিং কমপ্লেক্স-৩ দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুল মান্নান নান্নু।
সভাটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ রেলওয়ে শপিং কমপ্লেক্স-৩ দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার।

এসময় রেলওয়ের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সহ বাংলাদেশ রেলওয়ে কল্যান ট্রাস্ট ও দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সদস্যদের দাবী দীর্ঘ ১৪ বছরেও প্রকল্পের কাজ না হওয়াতে সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে কল্যাণ ট্রাস্ট ও সমিতির সদস্যগণ স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন।

তারা আরও দাবী করেন, বাংলাদেশ রেলওয়ের সকল পরিত্যক্ত সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে পরিকল্পনা করে কাজ করতে পারলে অনেক অর্থ উপার্জন করা সম্ভব বলে জানান।

Daily Frontier News