বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অত্যাধুনিক ডিজাইনে নবনির্মিত, শীতাতপ নিয়ন্ত্রিত শপিংমল ‘তাহসিন প্লাজা’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন জাঁকজমকপূর্ণ
ও বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাহসিন প্লাজা’র শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ৷ এ উপলক্ষে তাহসিন প্লাজার হলরোমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাহসিন প্লাজার স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষানুরাগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ফজলুর রহমান৷
অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতিক, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি লন্ডন প্রবাসী মইনুল আমিন বুলবুল, আবুল কাশেম, সৌমিক হান্নান, তাহসিন হান্নান সহ আরো অনেকেই। এতে উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার, সাবেক সহ সভাপতি এম,এম,মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান, হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির বখত চৌধুরী, উজ্জল সর্দার, আবু ছালেহ জীবন, রিজভী আহমদ খালেদ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ছিলেন। এতে মোনাজাত করেন, নহরপুর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম। উক্ত শপিংমলটি সম্পুর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এবং দৃষ্টিনন্দন সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, নিরাপদ ও নিশ্চিত সকল প্রকার শপিংয়ের বিশ্বস্ত শপিং সেন্টার ও ব্যাংক বীমা সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে । নবীগঞ্জের প্রানকেন্দ্রে অবস্থিত আব্দুল মতিন চৌধুরী স্কয়ারে (নতুন বাজার মোড়ে) সংলগ্ন অবস্থিত নান্দনিকভাবে সজ্জিত এই অত্যাধুনিক শপিংমলটি। এখানে কাস্টমারদের চাহিদা সম্পন্ন করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই শপিংমলের উদ্বোধনী সম্পন্ন করে অনুষ্ঠানে আগত সমাজের সকল শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত অতিথিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন স্বত্ত্বাধিকারী অধ্যাপক আব্দুল হান্নান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সহ পরিবারের সদস্যবৃন্দ৷ এবং দেশ- বিদেশের সকলের কাছে এই প্রতিষ্ঠানটি যেন মানুষকে ভাল মানের জীনিস পত্র দিয়ে স্বচ্ছ ভাবে চলতে পারে এর তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics