Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জে ইউ/পি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের ৩ দিন ব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা ॥

 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউ/পি সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত ৩দিন ব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধন, স্বাস্থ্য, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় জাতীয় স্থানীয় সরকার ইউস্ট্রিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে নবীগঞ্জ সরকারী কলেজ হল রোমে কোর্সের উদ্বোধনী ও মাদক বিরোধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলী, জাতীয় স্থানীয় সরকার ইউস্ট্রিটিউট (এনআইএলজি) প্রকাশনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল মল্লিক, হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, চেয়ারম্যান সমিতির সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, উপজেলা সিনিয়র মৎষ্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ১৩নং পানিউমদা ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ৯নং বাউসা ইউপি চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু, ৮নং সদর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, ১২নং ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী, ২নং ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা মিয়া, ৩নং ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ নোমান হোসেন, ৪নং দীঘলবাক ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, ১০নং দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহ রিয়াদ নাদির সুমন, ইউপি সচিব আব্দুল আহাদ, রাশেন্দ্র কুমার দাশ, মাওঃ আব্দুল আহাদ, নিলয় দাশ, শাহাজান মিয়া, রোকন উদ্দিন, মৃনাল কান্তি পাল চৌধুরী, সঞ্জয় দাশ, মোঃ সিদ্দিক আলী, অর্জুন দাশসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ইশরাত জাহান তার বক্তব্যে বলেন, বর্তমানে মাদক আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধি হিসেবে তীব্র ভাবে বিস্তার লাভ করছে। মাদকের প্রভাবে প্রভাবিত হচ্ছে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাদকের কুফল না জেনেই তারা পা দিচ্ছেন এই ভুল পথে। তাই গ্রামেগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে জনপ্রতিনিধি সহ সমাজরে সচেতন মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি ।

Daily Frontier News