Daily Frontier News
Daily Frontier News

জাসদের সহযোগী যুব সংগঠন যুব জোটের মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

 

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী যুব সংগঠন যুব জোটের মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন।
৬ই ডিসেম্বর ২০২২ইং বিকাল ৫ টায়, নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আবদুল হাই মাহবুব, কোষাধ্যক্ষ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি আমিনুল আজিম বনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমূখ।
বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে আমরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনের যুদ্ধে আছি। এরা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মিমাংসীত বিষয়ের ওপর আঘাত করছে। এই যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচনও করতে হবে এবং জনজীবনের সমস্যাÑদ্রব্যমূল্যের উর্ধগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসণ করতে হবে। বক্তারা বলেন, নির্বাচন ও ক্ষমতার প্রশ্নে দ্বন্দ্ব বিরোধ যতই থাকুক না কেন বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনে-বর্জনে এবং মিমাংসিত বিষয়ে একমত থাকতে হবে।

Daily Frontier News