মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ায় জমকালো আয়োজনে এসএম মোবাইল কর্ণারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় ডুমুরিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ডুমুরিয়া বাজারে এসএম মোবাইল কর্ণারের স্বত্বাধিকারী মোঃ মারুফ হাসান খান এর সার্বিক পরিচালনায় উদ্বোধন ঘোষণা করা হয়।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভিন রুমা,উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক খান আবু বক্কার,উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক ইকবল হোসেন,যুবলীগনেতা মোঃ বাপ্পি খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার,মোঃ মহিনুর রহমান মুন্না,হাফেজ মোঃ ওয়াহিদুজ্জান,সোহানুর রহমান,মেহেদী হাসান রাজু ও সাজিয়াড়া ফজলুল উলুম মাদরাসার একঝাঁক কুরআনের হাফেজ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এসএম মোবাইল কর্ণারের স্বত্বাধিকারী মোঃ মারুফ হাসান খান বলেন,এসএম মোবাইল কর্ণারের শুভ উদ্বোধনের মাধ্যমে ডুমুরিয়াতে এক নতুন দ্বার উম্মোচন হলো, এখন থেকে আধুনিক মানের ব্রান্ডের মোবাইল কিনতে খুলনা বা অন্য কোন বাজারে যেতে হবেনা।
গ্রাহকগণ অতিসহজেই ভালো ব্রান্ডিং মোবাইল ফোন আমাদের এসএম কর্ণারেই পাবেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,উপজেলা পরিষদ জামে মসজিদ’র খতিব মুফতি ফকরুল হাসান যশোরি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics