মাসুদ পারভেজ সিনিয়র স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম:
আন্তর্জাতিক মানের বিশেষায়িত হৃদরোগ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এ হাসপাতালের উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার।
প্রথমে নগরের গোল পাহাড়স্থ মেরী স্টোপস ক্লিনিকের পাশে একটি ভাড়া বাসায় হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হবে৷ এরপর সেটি নগরের খুলশীতে অবস্থিত হলি ক্রিসেন্ট হাসপাতালে অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে।
পরে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে স্থায়ীভাবে হাসপাতালটি চালুর পরিকল্পনা আছে জেলা প্রশাসনের।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সদস্য এসএম আবু তৈয়বের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics