Daily Frontier News
Daily Frontier News

২১,শে, ধর্মতলায় জন জোয়ারের ডাক দিলেন তৃনমূল দলের জননেত্রী সঙ্গীতা হালদার।।

 

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

 

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্হি অঞ্চল কমিটির ডাকে ২১,শে, ধর্মতলা যাওয়ার প্রস্ততি সভার আয়োজন করা হয়। এই প্রস্ততি সভার মুখ্য উদ্দেশ্য ছিল আগামী ২১,শে, অমর শহীদদের স্মরণে পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো র ডাকা ধর্মতলা চলো কে সফল করার ডাক দেওয়া হয়। এই সভা থেকে সকল মানুষের কাছে আবেদন করা হয় যে আগামী ২১,শে, জুলাই ধর্মতলা যাওয়ার। এই সভায় বক্তব্য রাখেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য জননেত্রী সঙ্গীতা হালদার। এবং এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের সাবেক ব্লক সভাপতি শ্রী সব্যসাচী গায়েন এবং বর্তমান উস্হি ব্লকের সহসভাপতি ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের সাবেক ব্লক শিক্ষা সচিব নুরুজ্জামান সেখ এবং মগরাহাট পশ্চিমের মাইনরিটি সেলের কনভেনার তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা ও মগরাহাট পশ্চিমের সাবেক ব্লক সাস্থ্য সচিব মোসরাফিল লস্কর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের আইনজীবী সেলের নেতা ও ডায়মন্ডহারবার লিগ্যাল অথোরিটি সেলের সদস্য আইনজীবী মিকাইল মোল্লা এবং মগরাহাট পশ্চিমের সাবেক ব্লক জয়হিন্দ বাহিনীর প্রধান ইমতিয়াজুল কাজী ওরফে টকি এবং উস্হি অঞ্চল তৃনমূল দলের অন্যতম সদস্য জাকির হোসেন মোল্লা এবং বরজান মোল্লা ও তৃনমূল দলের অন্যতম নেতা ইমতিয়াজুর টোকন সহ তৃনমূল দলের পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্য এবং ব্লক ও অঞ্চল তৃনমূল দলের নেতৃত্ব।।

Daily Frontier News