Daily Frontier News
Daily Frontier News

২১শে, জুলাই শহীদ স্বরণে মমতার ডাকে সাড়া দিয়ে ধর্মতলা যাওয়ার আহবান জননেত্রী সঙ্গীতা হালদারের।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের সাবেক পশ্চিম বাংলা সরকারের মাদ্রাসা শিক্ষা মন্ত্রী ও বর্তমান বিধায়কের বাড়ির দোরগোড়ায় দাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃনমূল দলের কর্মসূচি ২১শে, শহীদ দিবসে ধর্মতলা যাওয়ার ডাক দিলেন জননেত্রী সঙ্গীতা হালদার। এদিন মগরাহাট পশ্চিমের রাজারহাটে একটি বিশাল জনসভায় ভাষন দিতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ও জেলা তৃনমূল দলের লড়াকু জননেত্রী সঙ্গীতা হালদার বলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সবাকে আগামী ২১,শে, জুলাই ধর্মতলা যাওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী র আহ্বানে আমাদের কে এগিয়ে যেতে হবে। আগামী ২০২৪শে, পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে প্রতিটি তৃনমূল দলের কর্মীকে মাঠে নামার জন্য আবেদন করেন। আজকের এই জনসভায় বক্তব্য রাখেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক সহসভাপতি ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের লড়াকু নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও এবং মগরাহাট পশ্চিমের সদ্য বিজেপি থেকে আগত বর্তমানে তৃনমূল দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক বরজান সেখ এবং সদ্য আই এস এফ থেকে তৃনমূল দলে আসা বর্তমানে তৃনমূল দলের নেতা মগরাহাট পশ্চিমের সাবেক আই এস এফ দলের প্রার্থী মইদুল ইসলাম মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম সদস্য জুব্বার মোকামী ও সিরাকোল অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্ব উপস্তিত ছিলেন। এই সভায় বিভিন্ন যায়গায় থেকে শত শত তৃনমূল দলের নেতা ও কর্মীরা উপস্থিত হন।।

Daily Frontier News