কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সাধারণত মানুষের সাথে প্রশাসনের দূরত্ব কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যায় বিভিন্ন কারণে। কিন্তু সেই দূরত্ব কে সাধারণত মানুষের কাছে টেনে নিয়ে এসে মানুষের মধ্যে কাজ করার প্রবণতা দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পুলিশের অধীনে উস্হি থানা পুলিশ অফিসারদের মধ্যে। তাদের ব্যাবহার ও সাধারণত মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং ন্যায় বিচার এবং অধিকার কে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর উস্হি থানার অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিত এবং সাব ইন্সপেক্টর জনাব আব্দুল মানজান এবং সাব ইন্সপেক্টর শ্রী সজল বাবু এমন কথা বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার দায়রা আদালতের লিগাল সার্ভিস কাউন্সিল এর সদস্য এবং ডায়মন্ডহারবার জেলা দায়রা আদালতের আইনজীবী জনাব মিকাইল মোল্লা। তিনি বলেন যখন উত্তর প্রদেশ ও গুজরাট রাজ্যের পুলিশ সাধারণ মানুষের মধ্যে কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে এবং মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা দিতে পারছে না ঠিক তার বিপরীতে গিয়ে সাধারণত মানুষের ন্যায় অধিকার এবং মহিলাদের সামজিক ন্যায় অধিকার কে প্রতিষ্ঠিত করতে সবধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশের অধীনে উস্হি থানার অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিত সাহেব এবং তার থানার অফিসাররা। শত বাধা এবং রাজনৈতিক চাপ সৃষ্টি কে উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে। এমন দৃষ্টান্ত স্থাপন ভারতের কোন যায়গায় আছে বলে মনে করেন না ডায়মন্ডহারবার দায়রা আদালতের আইনজীবী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লিগ্যাল সার্ভিস অথোরিটির সদস্য মিকাইল মোল্লা।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics