Daily Frontier News
Daily Frontier News

সব পরিকল্পনা ও জল্পনা শেষ করে ত্রিপুরা রাজ্যের উপনির্বাচনে জয়ী ভারতের জাতীয় কংগ্রেস ও বিজেপি।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

 

 

আসন্ন নির্বাচনে ত্রিপুরা রাজ্যের উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হলেন আগরতলা কেন্দ্র থেকে ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী ও সাবেক মন্ত্রী সুবির রায় বরম্মন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কে প্রায় ছয় হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। এই কেন্দ্রের ভারতের তৃনমূল দলের প্রার্থী র জামানত জব্দ হয়েছে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জয়ী হলেন ত্রিপুরার টাউন দোয়ালির কেন্দ্র থেকে। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী কে তিন হাজারের কিছু ভোটে হারিয়ে দেন। এই নির্বাচনে অংশ নেন তৃনমূল দল। তাদের প্রার্থী কে জেতাতে পশ্চিম বাংলার তৃনমূল দলের যুবরাজ ছুটে যান আগরতলায়। এবং ওখানে তৃনমূল দলের পক্ষে রোড শো করেন। এবং আগরতলা কেন্দ্র ও টাউন বড়দোয়ালি কেন্দ্র জিততে শেষ চেষ্টা করেন। কিন্তু ভোটের পর দেখা যাচ্ছে যে ত্রিপুরার মানুষ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃনমূল দল কে প্রত্যাখ্যান করেছেন। এবং দুই যায়গায় তৃনমূল দলের প্রার্থীদের জমানা জব্দ হয়েছে। কিন্তু তৃনমূল দলের পক্ষ থেকে সাবেক পশ্চিম বাংলার মন্ত্রী এবং প্রক্তন বিজেপি নেতা রাজীব ব্যানার্জী কে মনেপ্রাণে নেননি এই রাজ্যের মানুষ। তাই তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার তৃনমূল দলের যুবরাজ অভিষেক ব্যানার্জী কে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছেন ত্রিপুরার আম আদমি।।

Daily Frontier News