Daily Frontier News
Daily Frontier News

সঙ্গীতশিল্পী রসিদ খানের গাড়ি আটকে ঘুষ চাওয়ার অভিযোগ কলকাতার প্রগতি ময়দান থানার বিরুদ্ধে।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

গতকাল রাতে সঙ্গীতশিল্পী রসিদ খানের এক সাথীকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এ তুলে দিয়ে আসার পথে কলকাতার প্রগতি থানার পুলিশ রাস্তা আটকে রেখে গাড়ি থামিয়ে ঘুষ চায়। কিন্তু সঙ্গীতশিল্পী রসিদ খানের স্ত্রী তা দিতে অস্বীকার করে। তখন রসিদ খানের গাড়ির চালকের বিরুদ্ধে ১৮৫,ধারায়, ড্রিংক এন্ড ড্রাইভ এর কেস দেয় ট্রাফিক পুলিশ। এই নিয়ে শুরু হয় বচসা। অবশেষে সঙ্গীতশিল্পী রসিদ খান সোজা চলে আসেন কলকাতার প্রগতি থানায়। এবং গাড়ি ছাড়িয়ে নিয়ে যায়। এই ঘটনার পর চারিদিকে ছড়িয়ে পড়ে খবর। ঘটনার বিবরণ পাওয়া যায় যে যখন রসিদ খানের গাড়ি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিল তখন বেলেঘাটা ট্রাফিক তাদের গাড়ি আটকে রেখে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তারা প্রগতি ময়দান থানা এলাকায় আসলে তাদের গাড়ি আটক করে। এবং গাড়ির ড্রাইভার মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ করেন। এর আগে নাকি ভবানীপুর থানায় রসিদ খানের গাড়ি ড্রাইভার কে আটক করে মদ্যপান করার জন্য। এই ঘটনার পর কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করেছে সঙ্গীতশিল্পী রসিদ খানের পরিবার।।

Daily Frontier News