Daily Frontier News
Daily Frontier News

শিবসেনা কে আন্দোলন মুখী করতে পদযাত্রা শুরু করেন শিবসেনার যুবরাজ আদিত্য ঠাকরে।।

 

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

 

ভারতের মহারাষ্ট্র রাজ্যে থেকে শিবসেনা জোটের ক্ষমতা চলে গেছে তাতে কিছু যায় আসে না। তাই মহারাষ্ট্রের শিবসেনা কে উৎযাপিত করতে মাঠে নেমেছেন যুব শিবসেনা সভাপতি ও সাবেক মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী শ্রী আদিত্য ঠাকরে। তিনি এদিন মহারাষ্ট্র রাজ্যের ভিওয়ান্ডি থেকে শিব সম্বাদ যাত্রা শুরু করেন। শ্রী আদিত্য ঠাকরে যখন মহারাষ্ট্র রাজ্যের ভিওয়ান্ডি থেকে যাত্রা শুরু করেন তখন তাকে মুলুন্ড চেক নাকা আসা নগাঁও পাদঘা তে হাজার হাজার শিবসেনা নেতা ও কর্মীরা স্বাগত জানান। ফুল ও ফুলের বৃষ্টিতে তাকে ভরিয়ে দেন। তিনি বিনা মূল্যে দিয়ে শিবসেনা নেতা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এবং আগামী দিনে মাঠে নেমে আন্দোলনের জন্য তৈরি থাকতে আহবান জানান। তিনি বলেন মহারাষ্ট্র রাজ্যের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তিনি শিবসেনা নেতা ও কর্মীদের সাথে বেইমানি করে প্রকৃত শিব সৈনিকদের ভাবাবেগে আঘাত করেছেন। ইতিহাস ওদের ক্ষমা করবে না। তিনি বলেন ক্ষমতার লোভে আম আদমি শিবসেনা তে আসেন না। তারা বাবা সাহেব এর আদর্শ কে বুকে করে নিয়ে শিবসেনা করতে আসেন। সেই শিক্ষা দিয়েছেন বাবাসাহেব বাল ঠাকরে। তার আদর্শ থেকে কেউ শিবসেনা কে লাইন থেকে সরাতে পারবে না।।

Daily Frontier News