সাংবাদিক,জুনায়েদ সিদ্দিক।
বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তাফা ﷺ এর আগমনবার্ষিকী পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের দ্যা এট্রিয়াম হলে গতকাল (১৬ অক্টোবর) রবিবার অনুষ্ঠিত হয়েছে গ্রান্ড মিলাদুন্নবী কনফারেন্স।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিসে হিজায শায়েখ সায়্যিদ মুহাম্মদ বিন আলাওয়ী (রহ.) এর জামাতা, বিশ্বনবী (সা.) এর বংশধর, হযরত শায়েখ সায়্যিদ মা‘আন আল হাসানী আল-ইদ্রিসী।
গ্রান্ড কনফারেন্সে ইউকের বিভিন্ন শহর থেকে আনজুমানে আল ইসলাহর নেতা-কর্মী, উলামায়ে কিরামসহ সহস্রাধিক নবী প্রেমিক মুসলিম জনতা উপস্থিত হন।
গ্রান্ড ঈদে মীলাদুন্নবী (সা.) কনফারেন্স উপলক্ষে রাসূলে পাক (সা.) এর উপর দশ মিলিয়ন দুরুদ পাঠের উদ্যোগ নেওয়া হয় এবং এতে ব্যাপক সাড়া মিলে এবং প্রায় এগারো মিলিয়ন দুরুদ পাঠের রিপোর্ট পাওয়া যায়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics