Daily Frontier News
Daily Frontier News

রাতের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে উইনাস টিমের সদস্যরা

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে রাতের অন্ধকারে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে উইনাস টিমের সদস্যরা। আজ সন্ধ্যায় নিউ কলকাতার নিউ গড়িয়া মেট্রোরেল স্টেশন এলাকায় এবং গড়িয়া ও সোনারপুর বাজার এবং হরিনাভী বালিকা বিদ্যালয়ের কাছে এবং গড়িয়া বিভিন্ন শপিংমলে দেখা গেছে বারুইপুর জেলা পুলিশের উইনাস টিমের সদস্যদের।তারা হাট বাজার করতে আসা মহিলা ও শিশুদের সাথে দেখা করছেন এবং তাদের কোন সমস্যা হচ্ছে কি না তা জানতে চাইছেন। সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার ও ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে রাতের অন্ধকারে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নামবে উইনাস টিমের সদস্যরা। সেই মতো পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই উদ্যোগ। এদিন সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যায়গায় টহলদারি চলছে। একইভাবে সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস ও মন্দির বাজার মহাকুমা শাসক সুবীর বাগ সহ বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস ও বারুইপুর মহাকুমা পুলিশ আধিকারিক ও বারুইপুর থানা র আই সি শ্রী সম্যোজোতি রায় এবং বারুইপুর জেলা পুলিশের প্রতিটি থানা এলাকায় টহল দিচ্ছে উইনাস টিমের সদস্যরা।একই ভাবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব এবং উস্তি থানা ও মগরাহাট থানার সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সানোকার ও মগরাহাট থানা র ওসি এবং উস্তি থানার ওসি আসাদুল সেখ বিড়লা পুর থানা র ভারপ্রাপ্ত পুলিশ অফিসার আব্দুল মানজান সাহেব সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের সব থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নির্দেশ মেনে কাজ করে চলেছে উইনাস টিমের সদস্যরা।তারা রাতে পথচারী মহিলা ও শিশুদের নিরাপত্তা দেখভাল করছেন।।

Daily Frontier News