ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার নিজ রাজ্যের প্রায় দুই কোটি নতুন গাছের বৃক্ষ রোপণ করার কর্মসূচি পালন করছেন। বন বিভাগের উদ্দোগে ও বন উৎসব উপলক্ষে তিনি তার রাজ্যের প্রতিটি জেলা ও জঙ্গলমহল এলাকায় নতুন করে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে। তিনি নিজেই তার সচিবালয়ের সামনে বৃক্ষ রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। তিনি বলেন, যারা বন কে নির্মূল করতে চায় , তারা মানবতার বিরুদ্ধে ও মানবতার শত্রু। হেমন্ত সোরেন তিনি তার রাজ্যের বৃহৎ জঙ্গলমহল এলাকায় নতুন করে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে এবং তার জন্য আদিবাসী জনগোষ্ঠীর ও বনবাসি মানুষের মধ্যে সমন্নয় সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে। বন কে যারা ক্ষতি ও ধঙ্স করতে চায় তাদেরকে রেহাই দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তিনি জেলা থেকে গ্রাম ও গ্রাম থেকে শহরের মধ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেন। তিনি বনকে রক্ষা করতে সবধরনের সাহায্য করবেন বলে জানিয়েছেন। যদি বৃক্ষ বাঁচে তাহলে জীবন ও জীবকূল রক্ষা পাবে সেই সাথে পরিবেশ রক্ষা পাবে। রক্ষা পাবে অরন্যের প্রানী সম্পদ। তাই যে কোন মূল্য দিয়ে বন কে রক্ষা করার জন্য তার রাজ্যের মানুষের কাছে আবেদন করেন।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics