Daily Frontier News
Daily Frontier News

যারা বন কে ক্ষতি করে তারা মানবতার শত্রু, বন উৎসবে যোগ দিয়ে বললেন, ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার নিজ রাজ্যের প্রায় দুই কোটি নতুন গাছের বৃক্ষ রোপণ করার কর্মসূচি পালন করছেন। বন বিভাগের উদ্দোগে ও বন উৎসব উপলক্ষে তিনি তার রাজ্যের প্রতিটি জেলা ও জঙ্গলমহল এলাকায় নতুন করে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে। তিনি নিজেই তার সচিবালয়ের সামনে বৃক্ষ রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। তিনি বলেন, যারা বন কে নির্মূল করতে চায় , তারা মানবতার বিরুদ্ধে ও মানবতার শত্রু। হেমন্ত সোরেন তিনি তার রাজ্যের বৃহৎ জঙ্গলমহল এলাকায় নতুন করে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে এবং তার জন্য আদিবাসী জনগোষ্ঠীর ও বনবাসি মানুষের মধ্যে সমন্নয় সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে। বন কে যারা ক্ষতি ও ধঙ্স করতে চায় তাদেরকে রেহাই দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তিনি জেলা থেকে গ্রাম ও গ্রাম থেকে শহরের মধ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেন। তিনি বনকে রক্ষা করতে সবধরনের সাহায্য করবেন বলে জানিয়েছেন। যদি বৃক্ষ বাঁচে তাহলে জীবন ও জীবকূল রক্ষা পাবে সেই সাথে পরিবেশ রক্ষা পাবে। রক্ষা পাবে অরন্যের প্রানী সম্পদ। তাই যে কোন মূল্য দিয়ে বন কে রক্ষা করার জন্য তার রাজ্যের মানুষের কাছে আবেদন করেন।।

 

 

Daily Frontier News