ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কান্দি ল কলেজের ছাত্রদের দাবি ছিল তারা ভারতের দিল্লির আইন সভা অথাৎ পার্লামেন্ট দেখবেন। যেখান থেকে ভারতের বিভিন্ন আইন তৈরি হয় গনতান্ত্রিক মাধ্যমে। তাদেরকে সেই ভারতের লোকসভা ও রাজ্যসভা দেখার সুযোগ করে দিলেন পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার লোকসভার অন্তর্গত কান্দি র ল কলেজের ছাত্র ও ছাত্রীদের সেই দাবি পূরণ করে দিলেন। তিনি নিজে ল কলেজের ছাত্র ও ছাত্রীদের ভারতের লোকসভার সেন্ট্রাল হল সহ ভারতের লোকসভা ও রাজ্যসভা ঘুরে দেখান। এই প্রথম কোন ভারতের লোকসভার বিরোধী দলের নেতা তার লোকসভা কেন্দ্রের ছাত্র ও ছাত্রীদের লোকসভা ঘুরে দেখাতে সাহায্য করেন।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics