Daily Frontier News
Daily Frontier News

মুখ্যমন্ত্রী সামনে মিথ্যা প্রতিষ্ঠিত সার, রাজপুরর সোনারপুর এলাকার বহু এলাকা জলমগ্ন

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ সকাল থেকে টানা দুই ঘন্টার বৃষ্টিপাতের কারণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর এলাকার বিভিন্ন যায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে কালি তলা হরহরিতলা হরিনাভি জেএম ২,বাসস্টান্ড, মসজিদ বাড়ি শিরিষ তলা, মল্লিকপুর খাস মল্লিক এমনকি খোদ রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কান্তি দাসের ওয়ার্ড এ বহু ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বহু যায়গায় রাস্তার উপর দিয়ে জল প্রবাহিত হয়ে যাচ্ছে। কিছুদিন আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রশাসনিক বৈঠকে সোনাপুর উত্তর ও দক্ষিণ এর বিধায়ক লাভলি মিত্র ও ফেরদৌসী বেগম যে ড্রেন পথ তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে রূপান্তরিত হয় নি। যায় ফলে কয়েক লক্ষ মানুষ আজ জলমগ্ন হয়ে পড়েছে।

Daily Frontier News