Daily Frontier News
Daily Frontier News

মিলন গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী এইচ সি এম সাঙমা।।

  1. কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
    ভারতের মেঘের রাজ্যে ও পাহাড়ের দেশ মেঘালয়ের উত্তর গোরো ডেবেঙলা গ্রাম মিলন সড়কের শুভ উদ্বোধন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী এইচ সি এম কোরাড সাঙমা। এই সড়কটি র বাস্তবায়ন করা হলে মেঘালয়ের বহু মানুষের যানবাহন চলাচল এর সুবিধা হবে। এবং বহু ঘুরপথে রাস্তা সরাসরি সড়ক পথে সাথে যুক্ত হবে। এই গ্রাম মিলন সড়ক পথ ও জনকল্যাণ বাস্তবায়নে রূপ দিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এইচ সি এম সাঙমা কেন্দ্রীয় বরাদ্দ কৃত টাকা এবং মেঘালয়ের সরকারের বরাদ্দ কৃত টাকা খরচ করে জনসাধারণের জন্য এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।এর ফলে বহু পাহাড়িয়া মানুষের সুবিধা হবে।।
Daily Frontier News