Daily Frontier News
Daily Frontier News

মালদ্বীপ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাহার দাবি রাস্ট্রপতি মহম্মদ মুইজ্জুরের

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

ভারত মহাসাগরের তীরে অবস্থিত মালদ্বীপের নতুন রাস্ট্রপতি মহম্মদ মুইজ্জুরের দাবি অবিলম্বে মালদ্বীপ থেকে যেন ভারতের সেনাবাহিনী কে ফিরিয়ে নেয়। মালদ্বীপের জাতীয় নির্বাচনে বিজয়ী সেদেশের রাস্ট্রপতি মহম্মদ মুইজ্জুরের দাবি কথা সরাসরি বলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ভারতের সরাস্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী কিরেন রিজিকুকে। মহম্মদ মুইজ্জুরের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে তাকে একথা বলেন। তিনি চান না মালদ্বীপের মধ্যে ভারতের সেনাবাহিনীর প্রায় ৭০জন, সৈন্যবাহিনী থাকুক। যদি এমনটা হয় তাহলে এই উপমহাদেশের মধ্যে চিন এর সুবিধা নেবে। কারণ বর্তমান মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু চিনের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করেছে। কারণ হিসেবে দেখা যায় যে চিন বিগত দুই বছর অথাৎ ২০২০সাল, থেকে ২০২২সাল, পযন্ত মালদ্বীপের সাথে প্রায় ৫৯ভাগ, বানিজ্য বাড়িয়েছে। কিন্তু ভারত সরকার মালদ্বীপের জন্য মানবিক সাহায্য মেডিকেল সুযোগ সুবিধা প্রদান সহ অন্যান্য সুযোগ দেবার পর এমন নির্দেশ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের কাছে তা লাখ টাকার প্রশ্ন থেকে যায়। একসময় ভারত মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মহম্মদ গাইউম কে বাংলাদেশের জলদস্যুদের কাছ থেকে বাঁচতে সাহায্য করে। কারণ হিসেবে তৎকালীন মালদ্বীপের রাষ্ট্রপতি কে বন্দী করে সমুদ্র পথে নিয়ে পালিয়ে যাচ্ছিল জলদস্যুদের দল। তখন ভারতের নৌবাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে। সেখান থেকে ভারতের সাথে মালদ্বীপের বন্ধুত্ব ছিল গাড়। কিন্তু বর্তমান মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুরের দাবি কতটা কঠিন পরিস্তিতি র ঠেলে দিয়েছে। কারণ ভারতের বন্ধু রাষ্ট্র মালদ্বীপের কথায় ভারত মহাসাগরের তীরে অবস্থিত এই দেশের বিমুখ হাওয়ার কারণে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে পারে।

Daily Frontier News