Daily Frontier News
Daily Frontier News

মালদাহ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা আজ ২২৫,টি, ভূয়া সিম কার্ড উদ্ধার করে।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ পশ্চিম বাংলার মালদাহ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা একটি কেসের তদন্ত করতে গিয়ে একটি ভূয়া সিম কার্ড এর হাদিস পেল। এবং যথারীতি সেখানে রেড করে প্রায় ২২৫,টি, সিম কার্ড উদ্ধার করে। এবং ২২৫,টি, সিম কার্ড বাজেয়াপ্ত করে। যেগুলো সবটাই ভূয়া সিম কার্ড ছিল। কিন্তু এতগুলো ভূয়া সিম কার্ড এল কি করে। এই ভূয়া সিম কার্ড যদি সমাজ বিরোধীদের কাছে চলে এবং আন্তর্জাতিক অপরাধীদের কাছে চলে গেলে যা দেশের কাছে বিপদজনক হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই মালদাহ জেলা ভারত ও বাংলাদেশের সীমান্তে করিডর হিসেবে চিহ্নিত হয়ে ওঠে। কারণ হিসেবে এই জেলায় অবস্থিত বহু যায়গায় দেশ বিরোধীদের আনাগোনা। এবং দেশের বিরুদ্ধে যে সমস্ত উগ্রবাদী ও জালিয়াতি চক্র চলছে তা মালদাহ জেলা অন্যতম। এখানে নকল টাকা তৈরির কারখানা থেকে শুরু করে ভারত ও বাংলাদেশের সীমান্তে গরু পাচার এবং অবৈধ মাদক ও ড্রাগ পাচার কারীদের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে কাজ করে । তার সত্ত্বেও ভারতের এন আই এ এবং ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা এবং পশ্চিম বাংলার পুলিশ যৌথ অভিযানে ধরা পড়ছে অপরাধীরা।।

Daily Frontier News