কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং পূর্বে র সারেঙ্গাবাদে অঞ্চলের হেদিয়া ভবানন্দ বুথে আদিবাসী ও প্রান্তিক গরীব মানুষের জন্য দুয়ারে সরকারের শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও বিধায়ক জননেতা সওকাত মোল্লা। তিনি তাঁর এই জনমুখী কর্মসূচিতে অংশগ্রহণ করান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা প্রশাসক শ্রী সুমিত গুপ্তাকে। এই জনমুখী কর্মসূচির অধীনে প্রায় কয়েকশত গরীব মানুষের কাছে পশ্চিম বাংলা সরকারের দেওয়া দুয়ারে সরকারের প্রকল্প এর সেবা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া। এই জনমুখী কর্মসূচির মাধ্যমে আদিবাসী ও এলাকার প্রান্তিক মানুষের উপকৃত হবে। এই জনমুখী কর্মসূচিতে অংশ নেন ক্যানিং পূর্বে র টু এর পঞ্চায়েত সমিতি র সহসভাপতি মোক্তার সেখ। এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের যুব সভাপতি সাদেক লস্কর। সারেঙ্গাবাদ অঞ্চল প্রধান ইছা সরদার। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মসূচির বাস্তবায়নে রূপ দেবার জন্য অঙ্গীকার করেন ক্যানিং পূর্বে র বিধায় এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান শওকাত মোল্লা।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics