মনোয়ার ইমাম কলকাতা ভারত
গতকাল গভীর রাতে ভারতের ছত্তিসগড় রাজ্যের বিলাসপুর থেকে রাজস্থান রাজ্যের যোধপুর যাওয়ার পথে মহারাষ্ট্র রাজ্যের ভগত কি কোটির কাছাকাছি সিগন্যাল না থাকায় যাত্রীবাহী ট্রেন ও মাল ট্রেন এর মুখোমুখি হয় এবং তিন টি বগি লাইনচ্যুত হয়। প্যাসেঞ্জার ট্রেন এর যে তিনটি বগি লাইনচ্যুত হয় তাতে প্রায় ৫০,জন, প্যাসেঞ্জার আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এই দুর্ঘটনায় কারো মৃত্যু হয়নি বলে জানা গেছে। ঘটনার স্থানে ছুটে আসেন রেলওয়ে র উচ্চপদস্থ কর্মকর্তারা এবং মেডিকেল টিম। আহতদের কে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে সিগন্যাল ছিল না তা তদন্ত করে দেখছেন রেলওয়ে বোর্ড এর অফিসাররা।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics