Daily Frontier News
Daily Frontier News

ময়নাগুড়ি তে বি এস এফের অভিযান , উদ্ধার ব্যাপক মারণাস্ত্র।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ সাতসকালে পশ্চিম বাংলার শিলিগুড়ি কাছে ময়নাগুড়ি তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে হানা দিয়ে উদ্ধার করে প্রচুর পরিমাণে মারণাস্ত্র ও বিস্ফোরক। এদিন ময়নাগুড়ি তে বি এস এফের উত্তরবঙ্গ এর আই জি শ্রী অজয় সিংহ জানান যে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে কিছু জঙ্গি সংগঠন ময়নাগুড়ি থেকে বিস্ফোরক ও মারণাস্ত্র নিয়ে গোপন আস্তানায় নিয়ে যাবে। ঠিক তখনই সাদা পোশাকে বি এস এফের সদস্যরা অভিযান শুরু করে এবং ময়নাগুড়ি র নতুন বাজার এলাকা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও তিনটি ব্যাটারি আই ডি দুই টি লঙ্ মেশিন গান ও ২০০,গ্রাম, সালফার, ১৫০,গ্রাম, কার্বন ডাইঅক্সাইড সহ মারণাস্ত্র উদ্ধার করে। পরে তারা জলপাই গুড়ি জেলা পুলিশের সুপার বিশ্বজিৎ মাহাতো খবর দেন। বি এস এফের সদস্যরা জানান যে পশ্চিম বাংলার পঞ্চায়েত নির্বাচনের আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কে এল ও অথবা অন্য কোন রাজনৈতিক দল এই গুলো ব্যবহার করতে নিয়ে যাচ্ছিল। তাদের সব কিছু বানচাল করে দেয় আগে থেকেই ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।।

Daily Frontier News