কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উস্হি গ্রাম পঞ্চায়েতের অধীনে তাল পুকুর ফ্রি প্রাইমারি স্কুলে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে দুয়ের সরকারের ক্যাম্পে জন পরিসেবা প্রদান করতে উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ও উস্তি অঞ্চলের উপপ্রধান মিকাইল মোল্লা। তিনি তার নিজের অঞ্চলের সমস্ত মানুষের কাছে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গন উন্নয়ন কর্মসূচি পালন করা হচ্ছে তা গরীব মানুষের কাছে তুলে ধরার জন্য এবং মেহনতি মানুষের মধ্যে পরিসেবা প্রদান করতে নিজে হাত লাগালেন। এবং পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যান। এই মহতী কাজের জন্য তাকে সাহায্য করতে এগিয়ে আসেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও লড়াকু তৃনমূল দলের নেতা শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড কারিগরী ও জন স্বাস্থ্য দফতরের কর্মকর্তা ও তৃনমূল দলের অন্যতম নেতা মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পরিবহন ব্যবস্থা ও পূরত দফতরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং উস্তি অঞ্চলের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। আজকের এই দুয়ারে সরকারের কর্মসূচি তে যোগ দিতে আসা সকল মানুষ কে উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন জানান। এই কর্মসূচি আগামী দিনে চলবে বলে জানান উস্তি অঞ্চলের উপপ্রধান আইনজীবী মিকাইল মোল্লা।।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics