Daily Frontier News
Daily Frontier News

মমতার ডাকে আগামী কাল ২১শের, সমর্থনে ঐতিহাসিক পদযাত্রা ক্যানিং টু এ জননেতা শওকাত মোল্লার।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

অমর শহীদদের স্মরণে পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ধর্মতলা যাত্রার ডাক দিলেন পশ্চিম বাংলার বিধান সভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ক্যানিং পূর্ব র বিধায়ক জননেতা শওকাত মোল্লা। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব র টু এর ব্লক কমিটির ডাকা ঐতিহাসিক সমাবেশে হাজির হয়ে মহা মিছিলে পা মেলান। আজকের এই মহা মিছিল শুরু হয় ক্যানিং পূর্ব র সারেঙ্গাবাদের সদানন্দের মোড় থেকে জীবন তলা বাস স্ট্যান্ড পযন্ত। এই মহা মিছিল থেকে থেকে আওয়াজ তোলা হয় আগামী কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্বরণে ধর্মতলা যাওয়ার। এই ঐতিহাসিক মহা মিছিলে অংশ নেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব র টু র তৃনমূল দলের সহ সভাপতি মোক্তার সেখ এবং সাধারণ সম্পাদক শোয়েব সেখ, এবং ব্লক সচিব হাকিম মিদ্দে, ক্যানিং পূর্ব র টু র লড়াকু নেতা এবং যুব তৃনমূল দলের সভাপতি সাদেক লস্কর ও অঞ্চল প্রধান ইছা সরদার।।

Daily Frontier News