ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি তে সি পি আই এম এর উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এবং পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী ও বামফ্রন্টের প্রবীণ নেতা এবং আন্তর্জাতিক রাজনীতিবিদ প্রায়ত কমরেড জ্যোতি বসুর স্বরণে এই কর্মসূচি পালন করা হয়। এই রক্তদান কর্মসূচি তে মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় থেকে প্রায় শতাধিক মানুষ তাদের বহু মূল্যবান রক্ত দান করেন। এই কর্মসূচি টি সকাল থেকে শুরু করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সি আই এম এর জেলা কমিটির সদস্য ও বামফ্রন্টের নেতা শাহজাহান মোকামী ওরফে মিন্টু মোকামী। এছাড়া এই রক্তদান কর্মসূচি তে যোগদান করেন মগরাহাট পশ্চিম বামফ্রন্টের এরিয়া কমিটির সম্পাদক ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব কমিটির সম্পাদক সোমনাথ ঘোষ ওরফে বাপ্পা ঘোষ এবং সব্যসাচী মোল্লা।সি আই এম এর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী দীপক ও প্রভাত চৌধুরী ও মগরাহাট পশ্চিমের শেরপুর অঞ্চল কমিটির সদস্য কবিরুল ইসলাম। মগরাহাট পশ্চিমের যুব কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সাদাব কাজী সহ অন্যান্য জেলা ও ব্লক কমিটির সদস্যরা। রক্তদান শিবিরের সহযোগিতা করতে আসেন কলকাতার বিখ্যাত হাসপাতাল কোঠারী।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics