কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
বিশিষ্ট সমাজসেবী ও মগরাহাট পশ্চিমের হিউম্যান রাইটস ওয়েলফেয়ার এর সভাপতি ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম সদস্য এবং মগরাহাট আই টি আই কলেজের প্রশিক্ষক ইদুজ্জামান মোল্লার উদ্দোগে অনুষ্ঠিত হয় স্মার্ট ক্যারাটে ক্যাম্পের আয়োজন। এই অনুষ্ঠানে বহু ক্যারাটে ক্যাম্পের ছাত্র ও ছাত্রীরা যোগদান করেন। এবং সফল ছাত্র ও ছাত্রীদের কে বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারাটে ক্যাম্পের সেনসই জামাল উদ্দিন লস্কর ও সেনসই সোমনাথ মন্ডল এবং উস্হি স্মার্ট ক্যারাটে ক্যাম্পের কর্নধার সেনসই ওয়াসিম ইকবাল এবং সাবেক ভারতের প্রতিরক্ষা দপ্তরের কর্মী শ্রী সোমেন মন্ডল। এবং ঘোলা নওয়া পাড়া প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকা সাজিয়া বেগম। এই অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের হিউম্যান রাইটস ওয়েলফেয়ার এর কর্নধার ও সমাজসেবী ইদুজ্জামান মোল্লা।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics