Daily Frontier News
Daily Frontier News

মগরাহাট পশ্চিমের বিধায়ক এর সাথে সৌজন্যে সাক্ষাৎকার রাজ্যে তৃনমূল দলের মুখপাত্রের।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।

 

পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের রাস্ট্র মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার সাথে একান্ত সাক্ষাৎকার করেন হুগলি ও শ্রীরামপুর জেলা তৃনমূল দলের সভাপতি ও রাজ্যে তৃনমূল দলের মুখপাত্র এবং জঙ্গিপুর বিধান সভার বিধায়ক শ্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি মগরাহাট পশ্চিমের উস্হিতে বিধায়ক কার্যালয় এ উপস্তিত হয়ে দেখা করেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার সাথে। স্নেহাশিস চক্রবর্তী র সাথে আগামী ২১,শে, জুলাই কলকাতার ধর্মতলা চলোর প্রস্ততি নিয়ে কথা হয়। এবং মগরাহাট পশ্চিমের বর্তমান তৃনমূল দলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সাথে সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উন্নয়ন খাতের টাকা দিয়ে বিভিন্ন পরিকল্পনা ও জন উন্নয়ন মূলক কাজের বিষয়ে কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বর্তমান আই এন টি টি ইউ সি র সভাপতি ফিরোজ পুরকায়স্থ এবং উস্হি টাউন তৃনমূল দলের সভাপতি সাগির হোসেন ওরফে ভোলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সেলিম খান ও অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন।।

Daily Frontier News