Daily Frontier News
Daily Frontier News

ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত দক্ষিণ বঙ্গের বহু জেলা কলকাতার আশেপাশে রাস্তাঘাট জলের তলায়।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

গত দুই দিনের প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ বঙ্গ এর বহু জেলায় জলমগ্ন। এরমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলা ও পূর্ব মেদিনপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা ও মুর্শিদাবাদ হাওড়া জেলা এবং হুগলি জেলা রয়েছে। ভারতের বঙ্গোপসাগরে উপর উৎপন্ন নিন্ম চাপের কারণে এই বৃষ্টিপাত। এই টানা দুই দিনের বৃষ্টিতে কলকাতার বহু এলাকা জলের তলায় গেছে রাস্তা ঘাট। এবং কলকাতার পাশে রাজপুর সোনারপুর পৌরসভা এলাকা বহু এলাকায় ঘরবাড়ি জলের তলায় রয়েছে। এবং বহু এলাকায় ঘরবাড়ি র ভিতরে জল প্রবেশ করেছে। রাজপুর সোনারপুর পৌরসভা র চেয়ারম্যান পল্বব কান্তি দাসের ওয়ার্ড এ বহু এলাকায় ঘরবাড়ি জলের তলায়। এবং বারুইপুর থানার অন্তর্গত বহু এলাকায় জল জমে রয়েছে। গভীর সুন্দর বন এলাকায় বহু যায়গায় নদীর বাঁধ ভেঙে জন বহুল এলাকায় নদীর নোনা জল প্রবেশ করেছে। নদী বন্দর এলাকায় গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবর দের। বহু এলাকায় ধানের জমিতে জল প্রবেশ করে হাজার হাজার বিঘার ধানের চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবুজ ফসলের ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। সাধারণত মানুষের কাছে সাহায্য করতে এগিয়ে এসেছে প্রশাসনিক কর্মকর্তারা। পশ্চিম বাংলার সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

Daily Frontier News