কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গভীর সুন্দর বন লাগোয়া কুলতলি থানার গোপালগঞ্জ গ্রামের চক এলাকায় কৈখালি ১,নম্বার, সুইচগেট পরিদর্শন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দর বন তৃনমূল দলের অন্যতম নেতা এবং কুলতলির বিধান সভার সদস্য শ্রী গনেশ মন্ডল। তিনি কুলতলির বিধান সভার বি ডি ও শ্রী বীরেন্দ্র অধিকারী এবং কুলতলি থানার আই সি শ্রী অধেন্দু শেখর সরকার কে সাথে নিয়ে কৈখালি র ১,নম্বার, গেট ঘুরে দেখেন। এবং আগামী বর্ষা মৌসুমে যাতে কৈখালি র সুইচগেট যাতে ক্ষতি সাধন করে এলাকায় বন্যার সৃষ্টি করতে না পারে তার জন্য সব ব্যাবস্থা করার জন্য এই পরিদর্শন।সেই সাথে কুলতলি থানার বিভিন্ন যায়গায় নদী বাধ এবং নদী ও নালার ভাঙ্গনের হাত থেকে কুলতলির বিধান সভার মানুষ কে বাচাতে সব ধরনের কাজ করবেন।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics