ভারত থেকে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার আগে ৩০,হাজার, পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে এস টি এফ মালদাহ তে।।
ভারত থেকে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার আগে ৩০,হাজার, পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে এস টি এফ মালদাহ তে।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। নিদিষ্ট গোপন সূত্র থেকে খবর পেয়ে পশ্চিম বাংলার রাজ্যে পুলিশের এস টি এফের জওয়ানরা ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকা মালদাহ জেলার সুস্হানী রোড এলাকা থেকে প্রায় ৩০,হাজার, ইয়াবা ট্যাবলেট সহ মোট পাঁচজন কে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই সমস্তই ইয়াবা ট্যাবলেট ভারতের আসাম রাজ্যে থেকে আনা হচ্ছিল বলে জানিয়েছেন এস টি এফের জওয়ানরা। এবং সামনে ঈদের আগে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে পাঠানো র কথা ছিল। এই ৩০,হাজার, ইয়াবা ট্যাবলেট এর মূল্য ভারতীয় টাকায় প্রায় ৩০,লক্ষ্য, টাকা। এই ইয়াবা ট্যাবলেট পাচার কান্ডের সাথে জড়িত মোট পাঁচজন কে এস টি এফের জওয়ানরা গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিদের মধ্যে দুই জনের বাড়ি অসমের বরপেটা জেলায়। বাকি ৩,জনের, বাড়ি পশ্চিম বাংলার মালদাহ জেলার কালিয়াচকে। এই ইয়াবা ট্যাবলেট প্রচার কান্ডে মালদাহ জেলা পুলিশের পক্ষ থেকে ইংরেজ বাজার থানাতে পুলিশ নিদিষ্ট ধারায় মামলা দায়ের করেন। ধৃত ব্যক্তিদের আজ মালদাহ জেলা পুলিশের আদালতে তোলা হবে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে তাদের সাথে কারা কারা যুক্ত এবং তাদের মাধ্যমে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি কোন মিডিলম্যান ইয়াবা ট্যাবলেট চোরাচালানের সাথে যুক্ত আছেন।তবে ভারতের ইয়াবা ট্যাবলেট বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে সে দেশের মধ্যে বিক্রির প্রবণতা দেখা গেছে।।