ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।।
আজ ভারতের শিশু সুরক্ষা কমিশন, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট তথ্য বের হয়েছে। তাতে তারা গত পাঁচ বছরের সমীক্ষা থেকে যে তথ্য সংগ্রহ করেছেন তাতে দেখা গেছে যে পাঁচ বছরের মধ্যে প্রায় ৫০,হাজারের, বেশি নাবালক ও নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ভারতের বিজেপি শাসিত অঞ্চল মধ্যপ্রদেশে। এখানে গত পাঁচ বছরের মধ্যে প্রায় ৯,হাজার, ৫৭2,জন, যৌন নির্যাতনের শিকার হয়েছে। পিছিয়ে নেই ভারতের সবচেয়ে বড় রাজ্যে যেখানে বিজেপি শাসিত অঞ্চল উত্তর প্রদেশ। এখানে গত পাঁচ বছরের মধ্যে ৫,হাজার, ৩৪০,জন, নাবালক ও নাবালিকা যৌন নির্যাতনের শিকার। সাথে সাথে ভারতের ছত্তিসগড় রাজ্যের যৌন নির্যাতনের শিকার হয়েছে ৪৬৮৯,জন, এবং উড়িষ্যা তে হয়েছে প্রায় ৪২৭৬,জন, এবং ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে হয়েছে ৩২০৫,জন। ভারতের ন্যাশনাল কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইট অথাৎ এন সি পি সি আর রিপোর্ট অনুযায়ী এই তথ্য এসেছে। তবে ভারতের সরকার কর্তৃক শিশুদের যৌন নির্যাতনের শিকার কমাতে চেষ্টা করছেন নতুনভাবে আইন করে।তার তৎপরতা শুরু হয়েছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics