Daily Frontier News
Daily Frontier News

ভারতের লাখাদ সীমান্ত এলাকায় ফের চিনের নতুন সেতু নির্মাণের কাজ চলছে, আপত্তি ভারতের।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

ভারত ও চিনের আন্তর্জাতিক সীমান্ত প্যাঙ্গং এলাকায় নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু করে দিয়েছে চিন। এটি ভারতের সীমান্ত থেকে প্রায় ২০,কিলোমিটার, দূরে। এটি ভারতের জম্মু ও কাশ্মীরের লাখাদ সীমান্ত এলাকায় পড়ে। এখান থেকে চিনের ফিঙ্গার পয়েন্ট যেতে গেলে মূল রাস্তা ধরে ৩৫,কি, মি দূরে। এই লাখাদ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে জবরদখল করে আছে চিন। ভারতের আপত্তি থাকতে চিনের এই নতুন সেতু নির্মাণের কাজ করে যাচ্ছে। তারা এই সেতু নির্মাণের ফলে খুব তাড়াতাড়ি ভারতের সীমান্ত এলাকার কাছাকাছি চলে আসতে পারবে সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে। কিন্তু প্রাকৃতিক প্রতিকুলতা কে সরিয়ে ফেলা দিনের পর দিন এই সেতু নির্মাণের কাজ করে যাচ্ছে। এই খবরের সত্যতা স্বীকার করেছেন ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র শ্রী অরিন্দম বাগচী। তবে এর আগে এই সীমান্ত অতিক্রম করার জন্য দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে মারপিট করার কারণে ভারতের প্রায় ২০,জন, সামরিক বাহিনীর সদস্যদের মৃত্যু হয় এবং চিনের কতজন সৈনিক মারা যায় তার সঠিক তথ্য আজও প্রকাশ হয়নি।তবে ভারত খেয়াল রাখছে এই সেতু নির্মাণের উপর।।

Daily Frontier News