ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সব শেষে আজ ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ভারতের ওড়িশা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর নেত্রী দ্রৌপদী মুম্মু। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিরোধী দলের সাবেক ভারতের অর্থ মন্ত্রী যশবন্ত সিনহা কে লক্ষধিক ভোটের বেশি ব্যাবধানে পরাজিত করেন। এখানে ভারতের বিভিন্ন রাজ্যের বিধান সভার সদস্যরা ও ভারতের লোকসভা এবং রাজ্যে সভার সদস্যরা ভোট দেন। এন ডি এ প্রার্থী কে সমর্থন করেন বিজেপি ও শিবসেনা ও বহুজন সমাজবাদী পার্টি এবং বিজেডি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। অন্যদিকে ভারতের বিরোধী দলের প্রার্থী কে সমর্থন করেন ভারতের জাতীয় কংগ্রেস ও এন সি পি এবং তেলেঙ্গানা রাস্ট্রীয় দল তৃনমূল এবং সমাজবাদী পার্টি ও আর জে ডি সহ মোট সতেরোটি দল। সন্ধ্যার পর ভোট গননার শেষে দ্রৌপদী মুম্মু কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন ভারতের নির্বাচন কমিশন। আগামী ২৫শে, জুলাই ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। আজ ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ রাজনাথ সিঙ এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics