Daily Frontier News
Daily Frontier News

ভারতের মুসলমানদের যারা বিরোধিতা করছেন তারা পাকিস্তানে চলে যান, বললেন জামাত নেতা মাদানি।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

সারা ভারতের জমিয়তে উলামা ই হিন্দের নেতা মাওলানা মামুদ মাদানি আজ উত্তর প্রদেশের জমিয়তের একটি সভায় উপস্থিত হয়ে বলেন যে , যে সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী দল ভারতের ধর্মপ্রাণ মুসলমান সমাজের ভারতের মাটি থেকে উৎখাত করতে চাইছেন তারা চাইলে পাকিস্তানে চলে যান। কারণ ভারতের মাটিতে ধর্মপ্রাণ মুসলমানদের যে অধিকার তা ভারতের বসবাস কারী অন্যান্য সম্প্রদায়ের মানুষের অধিকার ততটাই। তিনি আক্ষেপ করে বলেন যে বর্তমানে ভারতের বিজেপি শাসিত সরকার এবং অন্যান্য রাজ্যের বিজেপি নেতৃত্বে যে সরকার চলছে সেখানে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উপাসনালয় ও মাদ্রাসা এবং তাদের জান মালের উপর হামলা চালানো হচ্ছে। সেই সাথে কোথাও কোথাও নানা অজুহাতে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের জান ক্ষয়ক্ষতি স্বীকার হতে হচ্ছে। ভারতের বিভিন্ন স্থানে মসজিদের উপর হামলা এবং মসজিদ কে মন্দির বানানোর জন্যে নানা কৌশল অবলম্বন করছে। সম্প্রতি ভারতের কাশীর মসজিদ ও ভারতের তাজমহল হিন্দু মন্দির ছিল বলে দাবি করেন ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী দল আর এস এস এবং বিশ্ব হিন্দু পরিষদ ও অখণ্ড ভারত হিন্দু সমাজের নেতৃত্বে। তাই জমিয়তে উলামা ই হিন্দের নেতা মাওলানা মামুদ মাদানি বলেন যে ভারতের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের কোথাও যাবে না। যারা এমন কথা বলছেন তারাই ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে চলে যান। সেই সাথে কেন্দ্রীয় সরকার ও ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উপাসনালয় ও মাদ্রাসা এবং জানমালের রক্ষা জন্য গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন জমিয়ত নেতা মাওলানা মামুদ মাদানি।।

Daily Frontier News