কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধান সভা কেন্দ্রের তৃনমূল দলের গোষ্ঠী ঝামেলা রুখতে এবং সেখানে তৃনমূল দল কে আরো মজবুত করার জন্য দায়িত্ব দিলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্বে র বিধায়ক এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান জননেতা শওকত মোল্লাকে। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা তৃনমূল দলের ভাঙড় বিধান সভা নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভার সদস্য অভিষেক ব্যানার্জী এম পি কথায় নতুন করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। এই বিধান সভা কেন্দ্রে গত বিধান সভা নির্বাচনে ২০২১,সালে, বামফ্রন্টের মনোনীত প্রার্থী আই এস এফ নেতা ও ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকী র কাছে পরাজিত হয় তৃনমূল দলের প্রার্থী। তখন থেকেই আই এস এফ সাথে তৃনমূল দলের ঝামেলা শুরু হয়। সাথে সাথে তৃনমূল দলের গোষ্ঠী কন্দল। এবং কিছু দিন আগে কলকাতার একটি আই এস এফ এর সভা কে কেন্দ্র করে ভাঙড় বিধান সভা কেন্দ্রে র হাতিশালাতে দুই দলের মধ্যে ঝামেলা হয়। তার প্রভাব পড়ে কলকাতাতে ঘটনার দিন কলকাতার রাজপথ থেকে কলকাতা পুলিশ ঝামেলা পাকানোর জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী কে গ্রেপ্তার করে। তার প্রভাব বিস্তার করে সারা পশ্চিম বাংলায়। বিভিন্ন যায়গায় বিক্ষোভ মিছিল বের করে বিরোধী দলের নেতৃত্ব। এবং সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে উপনির্বাচনে লড়াই করে তৃনমূল দলের প্রার্থী বামফ্রন্টের জোট প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও প্রার্থী বায়রন বিশ্বাস কে বিপুল ভোটে জয়লাভ করে। তার প্রভাব ফেলে সারা পশ্চিম বাংলায়। এই ঘটনার পর ভাঙড়ের মাটিতে আরাবুল সাহেব ও কাইজারের প্রভাব কে থামাতে এবং নতুন করে তৃনমূল দল কে শক্তিশালী করতে পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্বে র বিধায়ক শওকত মোল্লাকে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics