Daily Frontier News
Daily Frontier News

বিহারের নিতীশ কুমার বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসে আর জে ডি জোটের সাথে জোট বেঁধে অষ্টমন বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।।

 

মানোয়ার ইমাম কলকাতা থেকে (ভারত) 

 

দুই বছরের মধ্যে ভারতের বিহারের বিজেপি ও জেডি এস জোট সরকারের মধু চন্দ্রিমা শেষ হল। বিহারের মুখ্যমন্ত্রী পদে গতকাল রাতে পদত্যাগ করে আজ আর জে ডি ও ভারতের জাতীয় কংগ্রেসের সমর্থন নিয়ে অষ্টম বারের মত বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চলেছে নিতীশ কুমারের নেতৃত্বাধীন জোট সরকার। এই সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চলেছে ভারতের সাবেক রেলমন্ত্রী এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী আর জে ডি নেতা লাল্লু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। আপাতত মুখ্যমন্ত্রী নিতীশ কুমার জেডিইউ হাতে থাকছে কিছু দপ্তর। বাদবাকি আর জে ডি এবং ভারতের জাতীয় কংগ্রেসের কে দেওয়া হচ্ছে কিছু দপ্তর। মোট ২৪৩,বিধায়কের, মধ্যে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের সঙ্গে রয়েছে মোট ১৬৫,জন, বিধায়ক। এর মধ্যে আর জে ডি র ৭৮,জন, ভারতের জাতীয় কংগ্রেসের, ১৯,জন, এবং বামফ্রন্টের ১৬,জন, এবং জিতেতরাম মাঝির ৪,জন, মিলে মোট ১৬৫,জন, কে নিয়ে আজ নিতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।।

Daily Frontier News