কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গভীর সুন্দর বনে প্রায় দুই হাজার ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করার কর্মসূচিতে অংশ নেন জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস। তিনি আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর জেলা পুলিশের অধীনে জয়নগর মজিলপুর থেকে শুরু করে গভীর সুন্দর বনের ঝড়খালী থানা ও কুলতলি থানার মৈপিঠ কোস্টাল থানা পযন্ত বৃক্ষ রোপণ করতে নির্দেশ দেন। তার নির্দেশ মেনে বারুইপুর জেলা পুলিশের অধীনে কুলতলি থানার আই সি শ্রী অধেন্দু দে সরকার ও ও সি জীবনতলা সমরেশ ঘোষ এবং ক্যানিং মহিলা থানার ওসি শ্রীমতী তনশ্রী মন্ডল ও ঝড়খালী থানা ও সি প্রদীপ পাল এবং ভাঙ্গড় থানার আই সি রেজাউল করিম নিজ থানা এলাকায় শত শত বৃক্ষ রোপণ করেন পরিবেশ বাচাতে। একই সাথে বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং তিনি বৃক্ষ রোপণ করেন। গভীর সুন্দর বন কে আরো উন্নত মানের পরিবেশ তৈরি করতে এবং সুন্দর বন কে বিশ্বের দরবারে তুলে ধরতে ও পর্যটক আকর্ষণ করতে সবধরনের সহায়তা করবে বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস।।
সুপার।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গভীর সুন্দর বনে প্রায় দুই হাজার ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করার কর্মসূচিতে অংশ নেন জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস। তিনি আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর জেলা পুলিশের অধীনে জয়নগর মজিলপুর থেকে শুরু করে গভীর সুন্দর বনের ঝড়খালী থানা ও কুলতলি থানার মৈপিঠ কোস্টাল থানা পযন্ত বৃক্ষ রোপণ করতে নির্দেশ দেন। তার নির্দেশ মেনে বারুইপুর জেলা পুলিশের অধীনে কুলতলি থানার আই সি শ্রী অধেন্দু দে সরকার ও ও সি জীবনতলা সমরেশ ঘোষ এবং ক্যানিং মহিলা থানার ওসি শ্রীমতী তনশ্রী মন্ডল ও ঝড়খালী থানা ও সি প্রদীপ পাল এবং ভাঙ্গড় থানার আই সি রেজাউল করিম নিজ থানা এলাকায় শত শত বৃক্ষ রোপণ করেন পরিবেশ বাচাতে। একই সাথে বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং তিনি বৃক্ষ রোপণ করেন। গভীর সুন্দর বন কে আরো উন্নত মানের পরিবেশ তৈরি করতে এবং সুন্দর বন কে বিশ্বের দরবারে তুলে ধরতে ও পর্যটক আকর্ষণ করতে সবধরনের সহায়তা করবে বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics