Daily Frontier News
Daily Frontier News

বিধায়ক পুত্রের ড্রাইভার দ্বারা ধর্ষিতা মহিলার আইনি সহায়তা করতে পাশে দাঁড়ালেন আইনজীবী মিকাইল মোল্লা।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের উস্হি থানার আমড়া তলার প্রতিবন্ধী মহিলা ধর্ষণের শিকার হন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ছেলে রহমান মোল্লার ড্রাইভার সাইদ আহমেদ মোল্লার ড্রাইভার দ্বারা। নির্যাতনের ও ধর্ষণের শিকার প্রতিবন্ধী মহিলা র নাম পূর্নিমা কয়াল। এই মহিলা কে মগরাহাট পশ্চিমের সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা কে বলে কাজ দেবার ব্যাবস্থা করবে বলে জানান ড্রাইভার সাইদ আহমেদ। তিনি প্রতিবন্ধী মহিলা পূর্নিমা কয়াল কে বিধায়কের কাছে নিয়ে যাওয়ার নাম করে গত ২৯/৩/২০২১, তারিখে ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে ফলতা থানা এলাকায় ডলফিন হোটেলে নিয়ে যায়। সেখানে গিয়ে একটি রুমে গিয়ে পূর্নিমা কয়াল কে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক ও ধর্ষণ করে সাইদ আহমেদ মোল্লা। এবং ঔ হোটেলে পূর্নিমা কয়ালের লগ্ন ছবি তুলে তাকে ব্লাকমেল করতে থাকে। এবং ফের কাজ দেবার নাম করে গত ০২/০৬/২০২১, তারিখে বারুইপুর থানার অন্তর্গত রবীন্দ্র ভবন এলাকায় নিয়ে গিয়ে সাইদ আহমেদ মোল্লা র বন্ধু র বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং তার পর ফের তাকে গত ০৪/১০/২০২১, তারিখে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার সাথে দেখা করতে নিয়ে যাবার নাম করে বিধায়কদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টাটা সুমোতে নিয়ে গিয়ে পূর্নিমা কয়ালের ইচ্ছা র বিরুদ্ধে ধর্ষণ করে। এই ঘটনার পর মানষিক ভাবে ভেঙে পড়ে। এবং এই ঘটনার বিচার চাইতে মগরাহাট পশ্চিমের বিধায়কদের অফিসে যান। তাকে মৌখিক সম্মতি জানিয়ে বিচারের তার পর বিচার না পেয়ে পুলিশ প্রসাশনের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। কিন্তু কোন যায়গায় বিচার না পেয়ে তাকে আইনের সাহায্য দিয়ে এগিয়ে আসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের আইনজীবী সেলের নেতা এবং ডায়মন্ডহারবার কোর্ট এর লিগ্যাল অথোরিটি সার্ভিস এর সদস্য ও আইনজীবী মিকাইল মোল্লা। তিনি এই অসহায় মহিলা পূর্নিমা কয়াল কে সাথে নিয়ে গিয়ে উস্হি থানা তে এফ আই আর করেন। এবং গত ৪/০৭/২০২২, তারিখে সাইদ আহমেদ মোল্লা র নামে অভিযোগ করেন। এবং গত ২৭/০৭/২০২১, তারিখে মগরাহাট পশ্চিমের বিধায়কদের ছেলের ড্রাইভার সাইদ আহমেদ মোল্লা র বিরুদ্ধে অভিযোগ করেন লিখিত, অভিযোগ নাম্বার, ২৭২/৪/৭/২২, আই পি সি ৩৭৬/ইনকোয়ারি, নাম্বার ১৯৪/এই, কেসের ইনভেস্টিগেশন অফিসার উস্হি থানার এস আই, সোমনাথ মুখোপাধ্যায়। এই কেসের পর মগরাহাট পশ্চিমের বিধায়কদের ছেলের ড্রাইভার সাইদ আহমেদ মোল্লা কে গ্রেপ্তার করে উস্হি থানার পুলিশ। এবং তাকে ডায়মন্ডহারবার কোর্ট এ চালান করলে সাইদ আহমেদ মোল্লা কে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং অসহায় পূর্নিমা কয়াল কে আইনি সহায়তা করার প্রতিশ্রুতি ও তার পাশে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দেন ডায়মন্ডহারবার কোর্ট এর আইনজীবী ও তৃনমূল দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইনজীবী সেলের নেতা মিকাইল মোল্লা।।

Daily Frontier News