ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ৩১শে মে, বুধবার ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসন বিজয়নগর আয়োজনে একটি র্যালি বের করা হয়। পরে বিজয়নগর উপজেলা হল রুমে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
. বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী,৬ নংপত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম, বিজয়নগর থানা প্রতিনিধি এসআই জুয়েল, আওয়ামী লীগ নেতা প্রমুখ।
. এ সময় জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া সভাপতি মোঃ আবদুর রহমান খান(ওমর),বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
. সভায় বক্তারা তামাকের ক্ষতিকর দিক সমূহ,মাদকের বিষয়ে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলার জন্য বক্তব্য তুলে ধরেন।
. সভাপতি জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ,নির্বাহী কর্মকর্তা বিজয়নগর উপজেলা সভাপতিত্বের বক্তব্যে শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics