Daily Frontier News
Daily Frontier News

বার অ্যাসোসিয়েশন নির্বাচনে তৃণমূল গড়ে বিজেপির থাবা ডায়মন্ডহারবার কোর্টে।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার লোকসভা র অন্তর্গত ডায়মন্ডহারবার জেলা আদালত নির্বাচনে ব্যাপক ধাক্কা খেল তৃনমূল দলের আইনজীবী সেল। কিছুদিন আগে ডায়মন্ডহারবার জেলা আদালতে আইনজীবীদের নির্বাচন হয়। সেই নির্বাচনে হেরে যায় পশ্চিম বাংলার শাসকদলের তৃনমূল দলের আইনজীবী সেল। প্যানেল ভোটে সবাই কে টেক্কা দিয়ে এগিয়ে যায় বিজেপির আইনজীবী সেলের সদস্যরা। এবং পরদুস্ত হয় বিরোধী দলের আইনজীবী সেলের সদস্যরা। আজকের বার কাউন্সিল নির্বাচনে দেখা যায় যে তৃনমূল দলের আইনজীবীদের প্যানেল কে হারিয়ে দেয় বিজেপির আইনজীবীদের প্যানেল। সেখানে প্রেসিডেন্ট ও সেকেটারী সহ ছয়টি আসনের মধ্যে চারটি দখল করে বিজেপির আইনজীবীদের প্যানেল। আর দুই টি বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা। শূন্য হাতে ফিরে আসেন তৃনমূল দলের আইনজীবীরা। এই জয়ের ফলে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের এম পি অভিষেক ব্যানার্জী কাছে একটি ধাক্কা বলে মনে করেন রাজনৈতিক সমলোচকরা। এই জয়ের নায়ক হিসেবে পরিচিত হলেন সাবেক তৃনমূল দলের অন্যতম ছাত্র নেতা ও বর্তমানে বিজেপি নেতা শন্কুদেব পান্ডে। অন্যদিকে এই হারের কারণ হিসেবে বলতে গিয়ে ডায়মন্ডহারবার জেলা আদালতের তৃনমূল দলের আইনজীবী সেলের সদস্য মিকাইল মোল্লা জানান যে এই হারের কারণ হিসেবে তুলে ধরেন জাতিভেদ ও অনেক আইনজীবীরা তাদেরকে ভোট দেয় নি। তবে তৃনমূল দলের পশ্চিম বাংলার রাজ্য নেতৃত্ব খেতিয়ে দেখছেন।

Daily Frontier News