Daily Frontier News
Daily Frontier News

বারুইপুর জেলা মহিলা থানা পুলিশের উদ্দোগে শুরু হয়েছে স্বয়ঙসিধা কর্মসূচি প্রচার অভিযান।।

 

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

 

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের মহিলা থানার আই সি শ্রীমতী কাকলি ঘোষ কুণ্ডুর উদ্দোগে শুরু হয়েছে ইস্কুলের ছাত্র ও ছাত্রী এবং মহিলাদের নিয়ে সামাজিক অনুষ্ঠান স্বয়ং সিধা সচেতনতা ও প্রচার। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গাড় এর নারায়ণপুর উচ্ছ বিদ্যালয় থেকে শুরু করে ফরিদপুর প্রাথমিক বিদ্যালয় পযন্ত শেষ করা হয় কর্মসূচি। এবং বারুইপুর জেলা পুলিশের অধীনে মল্লিকপুর সমিতিতে একই কর্মসূচি পালন করেন বারুইপুর জেলা মহিলা পুলিশ। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ ছাত্র ও ছাত্রীদের মধ্যে স্বায়ঙ সিধা সচেতনতা সৃষ্টি ও তা বৃদ্ধি করতে আহবান জানান জেলা মহিলা পুলিশের আই সি শ্রীমতী কাকলি ঘোষ কুন্ডু। এই কর্মসূচিতে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। ।

Daily Frontier News