Daily Frontier News
Daily Frontier News

বারুইপুর জেলা পুলিশ ও উস্হি থানার যৌথ অভিযানে ধরা পড়ল ডাকাতির মাল গস্থকারি ভগবান।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

গত এপ্রিল মাসে বারুইপুর থানার অন্তর্গত কৃষ্ণমোহন এলাকায় একটি গৃহস্থের বাড়িতে ডাকাতি হয়। সেই ডাকাতিতে গৃহস্থের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার মাল ও সোনা দানা লুঠপাট করে নিয়ে যায় ডাকাত দল। সেই কেসের তদন্ত করতে নামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানা। এবং বারুইপুর জেলা পুলিশের এস ও জি শ্রী লক্ষীরতন বিস্বাস ও বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের হেডকোয়ার্টার পুলিশ সুপার জনাব মাসুদ হাসান সাহেব এবং বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায়। তদন্ত করে পুরো ডাকত দলটির হাদিস পায়। এবং পুরো গ্যাঙ্ ডাকাত কে গ্রেপ্তার করে। এই ডাকাত দলটি ধরতে বারুইপুর জেলা পুলিশ বিভিন্ন ভাগে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু করে এবং ঐ ডাকাতির ঘটনায় ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানার অন্তর্গত উত্তর কুসুম অঞ্চল থেকে ভোলা গাজী কে গ্রেপ্তার করে। এবং ক্যানিং থানার অন্তর্গত ডেভিড আবাদ এলাকা থেকে আলী নুর গাজী কে গ্রেপ্তার করে এবং বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছী থেকে আসগর আলী কে। এবং সুন্দর বন জেলা পুলিশের অধীনে মন্দির বাজার থানার আকর বাজার এলাকা থেকে ইসমাইল মোল্লা কে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তিদের বারুইপুর জেলা পুলিশের আদালতে তোলা হয় এবং তাদেরকে পুলিশের রিমান্ডে নিয়ে তাদের জেরা করে পুরো ডাকাতির মাল উদ্ধার করা হয়। কিন্তু কিছু সোনা ডাকাতির মাল বিক্রি করা হয় উস্হি থানার অন্তর্গত দেউলার গাজীর মোড়ে একটি সোনা দোকানে। যেখানে সোনা বিক্রি করে সেই সোনা ক্রেতা পুরাতন দাগী আসামি এবং চোর ও ডাকাতির মাল গস্তকারী শ্রী ধনঞ্জয় মন্ডল ওরফে ভগবান। উস্হি থানার দক্ষ পুলিশ অফিসার ও ওসি শ্রী লিনটন রক্ষিত অভিযান চালিয়ে ভগবান কে গ্রেপ্তার করে। ধৃত এই ভগবান কিছু দিন আগে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থের হাত ধরে তৃনমূল দলে যোগদান করান। এবং এই ধনঞ্জয় মন্ডল ওরফে ভগবান কে উস্হি অঞ্চলে তৃনমূল দলের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ভগবান ডাকাতির মাল গস্তকারী হিসেবে গ্রেপ্তার করে উস্হি থানার ওসি। ধৃত ভগবান কে আজ বারুইপুর জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।।

Daily Frontier News