ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
গতকাল গভীর রাতে নিদিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন বারুইপুর জেলা পুলিশের কাশিপুর থানার পুলিশ। এবং কাশিপুর থানার অন্তর্গত মিঠাপুকুর এলাকায় গাজী সা ফুলিয়া থেকে আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার করে নুর হোসেন গাজী ওরফে খুদে গাজী ওরফে মুন্কুর গাজী কে। তার কাছ পাওয়া যায় একটি দেশী রিভালবার ও এক রাউন্ড তাজা গুলি এবং গোলাবারুদ। এই ব্যাক্তির বিরুদ্ধে কাশিপুর থানা ৩৩৪/২২, ধারায় {২৫এ ]আমস অ্যাক্ট মামলা দায়ের করেছেন। ধৃত ব্যক্তিকে আজ বারুইপুর জেলা পুলিশের আদালতে হাজির করানো হবে। এবং তাকে পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে বারুইপুর জেলা পুলিশের পক্ষ জানা গেছে। ধৃত ব্যক্তির সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল এবং কোথায় কোথায় অস্ত্র চালান দিতেন তা জানার চেষ্টা করা হবে বলে জানা গেছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics