Daily Frontier News
Daily Frontier News

বাঁকুড়া জেলার মানুষের সাহায্যে আজ চলমান সাইবার যানের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ভৈরব তেওয়ারী।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

বাঁকুড়া জেলা কে অপরাধ মুক্ত করতে, এবং দুর্ঘটনার স্হানে দ্রুত পৌঁছে যাওয়া এবং চুরি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের কাছে পৌঁছে যেতে চলমান সাইবার সচেতনতা যানের শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিশের সুপার ভৈরব তেওয়ারী আই পি এস। তিনি বলেন ক্রমশ যে হারে বৃদ্ধি পাচ্ছে অপরাধ তার মোকাবেলা করতে এবং জনগণের অভিযোগ কে গুরুত্ব দিয়ে দেখতে এবার থেকে পথে নামালেন চলমান সাইবার যান। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা ও চুরি এবং ছিনতাই হওয়ার জিনিস পত্র উদ্ধার করতে এবং ঘটনার স্হানে দ্রুত পৌঁছে যেতে সাহায্য করবে এই সাইবার যান। মানুষের অভিযোগ করতে থানাতে যেতে হবে না বহু ক্ষেত্রে। এর থেকে সুরক্ষা পেতে মানুষের সুবিধার জন্য এই চলমান সাইবার যান চালু করেছে। এর ফলে সাধারণ মানুষের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক স্থাপন আরো গাড়ো হবে। শ্রী ভৈরব তেওয়ারী জানান তার জেলা কে অপরাধ মুক্ত করতে সবধরণের প্রয়াস চালিয়ে যাবে তার জেলা পুলিশ।।

 

Daily Frontier News