কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
গতকালের প্রবল কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এবং ভারী বৃষ্টির কারণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপে ভাগিরথী র মোহনায় হারুউড পয়েন্টে এল টি সি জেটিতে লঙর খুলে উল্টে যায় এম ভি সুমিত্রা নামে একটি লঞ্চ। ঝড়ের দাপটে ও ভারী বৃষ্টিপাতের কারণে লঞ্চ থাকা তিন জন ব্যক্তি নদীতে ঝাপিয়ে পড়ে এবং তাদের চিৎকার চেঁচামেচি তে ছুটে আসেন স্হানীয় মানুষজন এবং সুন্দর বন জেলা পুলিশের হারুউড পয়েন্ট কোস্টাল থানার অফিসার ত্রিদ্বীপ সাহা। এ এস আই বিভাস সরকার ও রাজদ্বীপ সরকার এবং কনস্টেবল অনুরুদ্ধ মাইতি। তিন ব্যাক্তি কে নদী থেকে উদ্ধার করে উপরে তোলা হয়। এই ঘটনার পর এলাকায় খুশির হাওয়া বইতে থাকে।।
Copyright © 2022 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics